এন্ড্রয়েড এ্যপস যা আমি ব্যবহার করছি

আমার ব্যবহৃত ফোনে যে এ্যপসগুলো ইন্সটল করা আছে তার কিছু নিচে শেয়ার করলাম।

Taskiller:রানিং এ্যপস গুলো একসাথে ব়্যাম হতে সরিয়া নেওয়ার  জন্য।
adfree: রুট করা থাকতে হবে । এর কাজটা কি মনে হয় নাম পড়েই বুঝতে পেরেছেন। এ্যপস সাথে প্রর্দশিত এ্যাড কে বাদ দেওয়ার জন্য।
advance task killer: ব্যাকএন্ডে চলা সকল সার্ভিস এ্যপস গুলো কে বন্ধ রাখতে অত্যান্ত কার্যকর।
aljazeera live: জনপ্রিয় আল জাজিরা টিভির এরাবিক এবং ইংরেজী লাইভ কাস্ট দেখার জন্য এটি।
AVG antivirus: কিচ্ছু বলার নাই , বুঝে নেন।
barcade scanner:  বারকোড স্ক্যান করার জন্য। এটি QR বার কোড ও সাপোর্ট করে এবং সেই সাথে উক্ত কোডের পন্য টি অনলাইনে খুজে বের করার কাজটিও করে দিতে পারে।
camcard: ভিজিটিং কার্ড হতে স্ক্যান করে মোবাইলের এড্রেসবুকে যুক্ত করা জন্য। প্রথম ১০ টি কার্ড ফ্রী এবং এর পর প্রতি সপ্তাহে ২টি করে স্ক্যান করার সুযোগ দেয়। রেগুলার সাভির্স এর জন্য ক্রয় করে নিতে হবে।
Bluetooth file transfer: ব্যবহার করেই দেখুন , মনে হবে যেন windows এর explorer ব্যবরহার করে ফাইল কপি করছেন।
XE currency: বর্তমান বিশ্বের মুদ্রার মূল্য দেখতে ব্যবহার করুন। দেশ সিলেক্ট করে কেবল একাট ঝাকি মারলেই রেজাল্ট সামনে চলে আসে।
documents to go: অফিস ফাইল গুলো রিড করার জন্য ।
emulator ROMS: মার্কেট পাবেন কি না জানি না। আমি এটি কালেকশন করে ছিলাম চাইনিজ একটা সাইট হতে।
আর্কেড প্রিয় সকলেরই এটা পছন্দ না হয়ে পারে না। আটারি হতে সনি পিস এস টু এর রম পর্যন্ত সাপোর্ট করে । আর রম গুলোর সরাসরি ডাউনলোডের ব্যবস্থা আছে। কনট্রা, মারিও , আউটরান, রাইয়ান, পানিস্বর, স্ট্রীট ফাইটার সহ হাজার খানেক গেইম এর গোডাউন বলা যেতে পারে।
file expert :  রম এবং মেমরীকার্ড explorer করা জন্য। কাজের জিনিস হল এটা নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটারের শেয়ার করা ড্রাইব বা ফোল্ডার ও  explorer করা যায়।
ginger break: আপনার ফোনটা কে রুট করার জন্য। আমার ও এস ভার্সণ হল ২.২ তে কাজ করে ।
kayak: অনলাইনে এয়ার, হোটেল , কার ইত্যাদি বুকিং করার জন্য।
Linux commands : নিনাক্স এর বিশাল কমান্ড লিস্ট মনে থাকে না। ব্যভহার করুন এটি।
locus free: অফলাইনে ম্যাপ ডাউন লোড করার সুবিধা সম্বলিত চমৎকার একটি জি পি এস নেভিগেটর এ্যপস। road tracker অপশন থাকায় আপনি রোড রেকর্ড করে রাখতে পারেন । তাছাড় রয়েছে স্পীড মনিটরিং। ফ্রীতে এরচাইতে আর বেশী কি আশা করা যায়।
yahoo messenger: নতুন করে কিচ্ছু বলার নাই। তবে ভয়েস এবং webcam ফ্যাসিলিটির জন্য এর প্লাসইনটি আলেদা করে ডাউনলোড করে নিতে হবে। একই কথা ইয়াহু মেইল সার্ভিসের বেলায়ও।
prayer time pro: হিজরী ক্যালেন্ডারসহ নামাজের টাইম জেনে নেওয়ার কার্যকর একটা এ্যপস। সাথে রয়েছে কেবলা ক্যাম্পাস অপশন এবং ইসলামিক বিশেষ দিনগুলোর তালিকা।
realplayer: নতুন করে বলার কিছু নাই।
rom manager: আপনার বর্তমান ও এস এর ব্যাকআপ এবং রিস্টোর করতে কিংবা মেমরী কার্ড হতে ভিন্ন ভার্সনের ও এস লোড করে এটা ব্যবহার করতে পারেন। তবে রুট করা থাকতে হবে।
আমি নিজে এটা ব্যবহার করতে যেয়ে বেশ কিছু সমস্যার সম্মূখীন হয়েছি, তাই যা করার নিজ দায়িত্বে করুন। আমার দোষ দিতে পারবেন, আমি নিরীহ টাইপের মানুষ।
screenshot: আপনার ফোনের স্ক্রীণ হতে সট নিয়ে ইমেজ ফাইল আকারে সেইভ করার জন্য। রুট করা থাকতে হবে।
skype: ক্লীয়ার ভযেস কোয়ালিটিসহ চ্যাট করার অন্যতম এ্যপস। এর বেশী কিছু বলার প্রয়োজন মনে করলাম না।
I Quran: ইন্সটল করে সূরা গুলোর অডিও ফাইলগুলোও প্রতিদিন অল্প অল্প করে ডাইন লোড করে নিন। একসাথে সব করতে দিবে না। তবে ৫ বা ৬ দিনের ভিতরে আপনি সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অডিও ফাইল সহ প্রায় ৫০০ এম বি স্পেস নিতে পারে। কুরআনের বিশুদ্ধ উচ্চারণ জেনে নিতে এটি একটি অদ্বিতীয় এ্যপস।
smartFlash: আপনার সেট এ ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট করে না, এটি সেটআপ করনে নিন। ব্রাউজারের কোন পেজেই ফ্ল্যাশ কনটেন ( ভিডিও অনলি) থাকলেই হল আপনার ডিফল্ট ইউটিইব এ্যপস দিয়ে সেটি চালু হয়ে যাবে।
sms backup & restore: বুঝতেই পারছেন এটা দিয়া করা করা যাবে। চাইলে ব্যাকআপ করে মেইলেও সেন্ড করে নিতে পারবেন।
spb tv: সারা বিশ্বের শ খানেক লাইভ টিভির দেখার জন্য।
Tape-a-talk:  সিডি কোয়ালিটি সাউন্ড রেকডিং করার জন্য।
titanium backup: রম বা মেমরী কার্ড হতে ইন্সটল করা এ্যপস এর ব্যবআপ বা আনইন্সটল করার জন্য। রুট করা থাকতে হবে।
tubemate: তুমিচোঙ্গা ( youtube) হতে দ্রুত ডাউনলোড করার সবচাইতে কার্যকর একখান এ্যপস। তবে আমার নতুন রাউটারের( linksys E3000) দিয়ে ডাউনলোড হয় , যার ফলে আমাকে শুধু ডাউনলোড করার জন্য আরেকটি রাউটার ( Aztech HW550-3G) বসাতে হয়েছে।

লেখাটি শেয়ার করুনঃ
  • Print
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • Add to favorites
  • Google Buzz
  • Live
  • Orkut
  • email

8 thoughts on “এন্ড্রয়েড এ্যপস যা আমি ব্যবহার করছি

    1. তোমার টাকা তো ম্যাইয়াগো পিছে উড়াইয়া শেষ করো , টাকা থাকবো ক্যামনে..

  1. এন্ড্রয়েড এখনো ইউজ করার সুযোগ হয়নি এখনো পকেট পিসিতে আছি 🙂

  2. এত টাকা নাই যে আজকেই একটা এন্ড্রয়েড কিনে নিয়ে আসি 😛 আমার খুব প্রিয় একধরনের ফোন কিন্তু গরিব বলে ব্যবহার করতে পারছি না 🙁

Comments are closed.