আকাশ ছুতে চাই

আকাশ ছুতে চাই আমি , আকাশ ধরতে চাই
সকাল-সাঝে অবিরত কত চেষ্টা তাই
আকাশ চড়ে দেখবো আমি দুনিয়াটা কেমন
আমি বিশাল, ক্ষুদ্র সবি কেন লাগে এমন
কত বড় আমি এখন, মনে অহংকার
আমার হয়ে মেঘরা সব দেয় হুঙ্কার
ইচ্ছে হলে তোমাদের কে দিতে পারি খরা
আমার কাছে তোমরা সবাই দিতে হবে ধরা
আকাশ চড়ে অহংকারী, করবো তোদের শাসন
রক্ত চুষে খাবো তোদের করবো আমি শোষণ
আমার হাতে স্বপ্ন বন্দী, করবি হাহাকার
ইচ্ছে মতো করবো তোদের স্বপ্ন চুরমার
মুচকি হেসে বলে কাতার, আকাশটা যার হাতে
তুলে নিলে আকাশটারে, থাকবি না ধরাতে

লেখাটি শেয়ার করুনঃ
  • Print
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • Add to favorites
  • Google Buzz
  • Live
  • Orkut
  • email

2 thoughts on “আকাশ ছুতে চাই

Comments are closed.