ট্যালি (ধারাবাহিক) পর্ব-২

 

ইন্সটেলেশনঃ

আমি এখানে ভার্সন ৯ এর উপর ভিত্তি করে টিউটোরিয়াল লিখছি। তবে আপনি চাইলে এর বর্তমান ভার্সন ৯ ই. পি . আর ব্যবহার করতে পারেন।

ট্যালি ইন্সটল করার জন্য নিচের পদক্ষেপ গুলো নিন। ট্যালি সেটআপ ফাইলে ডাবল ক্লিক করুন এবং নেক্সট এ ক্লিক করুন।

এখানে আপনি প্রয়োজনুযায়ী আপনার ডাইরেক্ট পরিবর্তন করে নিতে পারেন।ডাইরেক্টরী পরিবর্তন করে নেওয়াটাই সবচেয়ে উত্তম । যেমনঃ ধরুন, আপনি সি ড্রাইভে না রেখে ডি বা অন্যকোন ড্রাইভে রাখলে, কোন কারনে ও. এস নস্ট হয়ে গেলেও, চিন্তা করতে হবে না। কারন আপনার ট্যালির সমস্ত ডাটা ডি বা অন্য কোন ড্রাইভে আছে। এজন্য আপনাকে application Directory এর c:\tally এর স্থলে D:\tally এবং একই নিয়মে data directory, configuration directory এর পাথ পরিবর্তন করে নিতে পারেন। Language directory এটি অপশনাল।

নেটওয়ার্ক এ ট্যালি ব্যবহার করতে চাইলে run tally license server at windows startup ( for tally gold user) এ চেক বক্স এ ক্লিক করুন।

[এ বিষয়ক কনফিগারেশন পরে আলোচনা হবে।]

এখান থেকে সার্ক ভুক্ত দেশ হলে india/SAARC নির্ধারন করুন, অন্যথায় international নিধার্রন করুন।

ইন্সটল প্রক্রিয়া শেষ হলে , দেখুন ডেস্কটপে এর সর্টকাট আইকন এবং সি ড্রাইভে( এটা নির্ভর করবে ইন্সটল করার সময় দেওয়া পাথ এর উপর, আমি এখানে ডিফল্ট পাথ হিসাবে সি ড্রাইভ নিধারণ করেছি) প্রবশ করে দেখুন ট্যালি নামে একটি ফোল্ডার এবং তার ভিতর ১৩টি ফাইল এবং দুটি ফোল্ডার রয়েছ।

আসুন জেনে নিই এগুলোর প্রধান কাজ সমূহঃ

Data ফোল্ডারে আপনার তৈরি করা সমস্ত ডাটা ফাইলগুলি অবস্থান করে।

Lang ফোল্ডারে ভাষা জন্য ব্যবহৃত ফাইল গুলি থাকে।

এখান থেকে মূলত আমাদেরকে tally9, tallylicsever এবং tally কনফিগার ফাইল নিয়ে কাজ করতে হবে।

এবার ট্যালি চালু করুন । লাইসেন্স করা ভার্শন হলে , এর জন্য কী টাইপ করুন, আর লাইসেন্স করা না থাকলে, ইডুকেশন মুডেও ব্যবহার করতে পারবেন।

লেখাটি শেয়ার করুনঃ
  • Print
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • Add to favorites
  • Google Buzz
  • Live
  • Orkut
  • email

One thought on “ট্যালি (ধারাবাহিক) পর্ব-২

Comments are closed.