খুজি তারে

খুজি তারে, দিবা নিশি
পাইনা খুজে, কোথায় থাকে
মনের মাঝে, নাকি দূর পাহাড়ে
দেওনা খুজে,সবাই মিলে
একলা থাকি, এই বিহনে
মন সাগরে, বেয়ে চলি
খুজে বেড়ায়, ঘাটে ঘাটে
পাইনা দেখা, তবু খুজি

Comments are closed