কর্মী

মনিব তুমি , আমি ভৃত্য
তোমার কথায় করি নৃত্য
সকাল থেকে রাতে বেলা
কাজে নাইকো অবহেলা

কস্ট, দুঃখে হৃদয় ভরা
হাসি-খুশির আছে খরা
তবু আমি স্বপ্ন দেখি
মাস শেষে যে আসছে খুশি

আশায় আছি, মাসের শেষে
মজুরীটা দিবে এসে
মনিব এলো এবং গেল
আমার পাওনা , পাওনাই রইলো

আজকে সবার ভীষন মজা
কাজ নাই তাই সবাইরাজা
হেসে তারা জানতে চায়
কত পেলে তুমি ভাই?

দেয় না জবাব, চুপটি থাকি
আমারটা যে আজো বাকি

লেখাটি শেয়ার করুনঃ
  • Print
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • Add to favorites
  • Google Buzz
  • Live
  • Orkut
  • email