শূন্যতা

বেচে থাকাটাই এক অভিশাপ
শুনেছিস কি ওহে আমার জীবন,
সকাল – সাঝে তোর কাছে
চাইছি যে তাই মরন।

আয়নায় তোকে দেখে আতকে উঠি
পাইনা কোন হিসাব,
আয়না টা তুই সরিয়ে দে
জীবনটা যে এক অভিশাপ। 
তোকে খুজতে গিয়ে আমি নিজেই গেলাম হারিয়ে,
সব হারিয়ে, শূন্য আমি একা থাকি দাড়িয়ে ।

তানা হলে যত ছিল আশা
ছিল যত বিশ্বাস,
দে ফিরিয়ে প্রানটাভরে
নিতে চাই সজীব নিশ্বাস।

তাই যদি তুই না পারিস
তবে একটা কথা শোন,
আর দেরি নয় ওহে জীবন
করে দে তুই আমায় খুন।

লেখাটি শেয়ার করুনঃ
  • Print
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • Add to favorites
  • Google Buzz
  • Live
  • Orkut
  • email