ভাইরাসে আক্রান্ত পিসিকে ক্লীন করুন এ. ভি.জি রিসোর্স সিডি দিয়ে

আপনার কম্পিউটারে যদি ভাইরাস আক্রমন করে তখন হয়তো আর এন্ট্রি-ভাইরাস সেটআপ হয় না বা কাজ করে না। এমতাবস্থায় নতুন করে ও. ওস সেটআপ করা ছাড়া কোন উপায় থাকে না।

আশার কখা হলো এ.ভি.জি এন্ট্রি ভাইরাস নিমার্তা প্রতিষ্ঠান এই সমস্যার সমাধানকল্পে রিলিজ করেছে এন্ট্রি-ভাইরাস রিসোর্স সিডি। এই সিডি দিয়ে আপনি সরাসরি কম্পিউটার বুট করে ভাইরাস ক্লীন করে নিতে পারবেন।

সিডির জন্য আই. এস. ও ইমেজ সরাসরি সিডিতে রাইট করে বা বুটেবল পেন ড্রাইভ ব্যবহার করে ভাইরাস বিমুভ করে নিতে পারেন।

মেনু হতে আপনি ভাইরাস রিমুভ করার পাশাপাশি বুট ইনফরমেশনও রিপেয়ার করে নিতে পারবেন। মজার ব্যাপার হলো এটা দিয়ে আপনি উইনডস এর পাশা পাশি নিনাক্স ( যদিও লিনাক্স এর জন্য তেমন কোন ভাইরাস নেই)এর ভাইরাসও ক্লীন করে নিতে পরাবেন।

ডাউনলোড লিংকঃ

Download Rescue CD (for CD creation)

Download Rescue CD (for USB stick)

লেখাটি শেয়ার করুনঃ
  • Print
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • Add to favorites
  • Google Buzz
  • Live
  • Orkut
  • email